Saturday, October 13, 2012

কথারা আজ শুধু করে বিদ্রোহ

অনেক কথা থেকে যায় অনুক্ত
অনেক কথা নিঃশব্দেই হয় উক্ত।

অনেক কথা হজম করি নিরবে
অনেক কথা তুলে ধরি সরবে।

অনেক কথার শব্দ দেই বদলিয়ে
অনেক কথায় ধরি নিজেকে আগলিয়ে।

অনেক কথা গোপন রাখতে পারি না
অনেক কথা বলতে ছাড়ি না।

অনেক কথা বলা হয় অপাত্রে
অনেক কথা হয় শুধু রাত্রে।

অনেক কথা শুধু লেখে হয় প্রকাশ
অনেক কথা শুধু ফোনে পায় বিকাশ।

অনেক কথা শুধু অশ্রুতে বলি
অনেক কথা শুধু এড়িয়ে চলি।

অনেক কথা দুর্যোগ আনিয়ে দেয়
অনেক কথা কবি বানিয়ে দেয়।

অনেক কথা সময়ে বলা হয় না
অনেক কথার ভার অন্তরে সয় না।

কথারা আজ শুধু করে বিদ্রোহ
ব্যথা হয়ে মস্তিষ্কে ঘুরে অহরহ।

No comments:

Post a Comment