Monday, October 22, 2012

প্রকৃতি প্রকৃতিস্থ করে এখনও



 










 
 
শ্রম আর অবসাদে যখন

বুড়িয়ে তোলে প্রকৃতির

অতি বুদ্ধিমান প্রাণীটিকে;

 

ভ্রান্তি যখন ক্লান্তিকে বাড়িয়ে

জীবনের উদ্দেশ্য নিয়ে

তৈরি করে বিভ্রান্তি;

 

চির সৃষ্টিশীল মস্তিষ্কটি যখন

কোন কিছুই শেষ করতে

না পারার মর্মবেদনায় নিষ্ক্রীয়প্রায়;

 

তখন অবচেতনে এক অতি সাধারণ বিকেলের

প্রস্তুতিবিহীন বৃষ্টির চিরন্তন ঝমঝম শব্দে,

পাতা আর ভূমিতে ধারাপাতের ছন্দে হঠাৎ

নাম-না-জানা বেদনায়

এক চেতনার সৃষ্টি হয়।

 

অথবা বিদ্যুৎবিহীন ভরা পূর্ণিমায়

রাতে ছাদে একাকী পড়ে

চরম উপলব্ধিতে, পুলকে আর সঞ্জীবনে

আবার প্রকৃতিস্থ হয়ে ওঠে।

প্রকৃতির কোন কিছুই অসার নয়।

 

প্রকৃতির মাতৃচুম্বনে

আবারও মনে হয়

এজীবন অসার বা

ব্যর্থতাকে ব্যর্থতায় শেষ করে

দেবার জন্য নয়।

No comments:

Post a Comment