Wednesday, October 10, 2012

লিপ সেকেন্ড: পৃথিবীর ঘূর্ণন গতি কি কমে যাচ্ছে?


পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের গতি একশ বছর পূর্বে যা ছিল এখন তার চেয়ে মিলিসেকেন্ড ( সেকেন্ডের ১০০০ ভাগের এক ভাগ) কমে গেছে নিজের অক্ষে (axis) আবর্তন বলতে একদিন একরাতের মধ্যে পৃথিবীর ঘূর্ণনকে বুঝায় নিজ অক্ষে পৃথিবীর আবর্তনের সময় দ্বারা দিনের সময় নির্ধারিত হয়

নিজ অক্ষে পৃথিবীর আবর্তনের সাথে সময়ের সমন্বয়ের জন্য গত ৩০ জুন রাত ১২টার পর সেকেন্ড বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে গত জুন মাসের শেষ দিনের শেষ মিনিটটিতে সেকেন্ড বেশি গণনা করা হয়েছে অর্থাৎ রাত ২৩:৫৯:৫৯ সময়ে ২৩:৫৯:৬০ করে দেওয়া হয়েছে তাতে ৩০জুন তারিখের দিনটিতে ৮৬,৪০০ সেকেন্ডের পরিবর্তে ৮৬,৪০১ সেকেন্ড সময় ধরা হয়েছে একে লিপ সেকেন্ড বলে পরিচিত করানো হচ্ছে পৃথিবীর আবর্তনগতির সাথে তাল মেলানোর জন্য প্রতি দেড় বছর পরপর পরিবর্তন করা হয় ১৯৭২ সালের পর থেকে মোট ২৪বার এরকম করা হয়েছে

এই পরিবর্তনটি অনেকটা লিপ ইয়ারের মতোই লিপ ইয়ারকে (Leap Year) আমরা ভালোমতই জানি সূর্যের চারপাশে নিজ কক্ষপথে (orbit) পৃথিবীর একবার ভ্রমণের সময়কে ১বছর বলা হয় এক বছর বলতে আমরা জানি ৩৬৫ দিন, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪ দিন অর্থাৎ গাণিতিক হিসাব থেকে প্রায় ৬ঘণ্টা বেশি সময় যেহেতু ১দিন হতে ২৪ঘণ্টা লাগে, তাই পৃথিবীর গতির সাথে সমন্বয় করার জন্য প্রতি ৪বছর পর ১দিন যোগ করে ৩৬৬ করা হয় তখন ফেব্রুয়ারি মাসে ২৮দিনের  পরিবর্তে ২৯ থাকে

দিন ও বছর অতিক্রমের হিসাব সঠিক যথাযথ করার জন্যই লিপ ইয়ার এবং লিপ সেকেন্ড-এর উদ্ভাবন

তথ্যসূত্র: ইন্টারনেট
এবিষয়ে গত জুনের শেষ সপ্তাহে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে প্রকাশিত একটি সংবাদ দেখুন।


নিজ অক্ষপথে পৃথিবীর আবর্তন আর নিজ কক্ষপথে সূর্যের চারপাশের পৃথিবীর প্রদক্ষিণ সংক্রান্ত কয়েকটি চিত্র।





No comments:

Post a Comment