Tuesday, October 9, 2012

ছায়াপথিকের পথনির্দেশ

















অন্যের জীবন অধ্যয়ন, নিজের জীবন পর্যবেক্ষণ, আত্ম মূল্যায়ন, দেখা, শুনা, পড়া, উপলব্ধি – সবকিছুই করছি নিজেকে জানা ও উন্নয়নের জন্য। নিজের আত্মশুদ্ধির জন্য ছায়াপথিক হিসেবে আমি যা পেয়েছি তার লিখে রাখতে চাই। নিজেকে বলতে চাই:

  1. নিজের আচরণ প্রতিদিন পর্যালোচনা করুন: দোষত্রুটি বিশ্লেষণ করুন                                                                                          
  2. সফলতা, যোগ্যতা ব্যক্তিত্বসম্পন্ন লোকদেরকে পর্যবেক্ষণ করুন, বিশ্লেষণ করুন
  3. অমায়িক বিনয়ী হোন
  4. অহংকার কমান: নিজেকে ক্ষদ্র করে তুলুন
  5. সময় অর্থ নিয়ন্ত্রণ করুন
  6. যেখানে-সেখানে রেগে যাওয়া নিয়ন্ত্রণ করুন
  7. আপনি যে সফলতা অর্জন করতে চান, আগে নিজেকে তার যোগ্য করে তুলুন
  8. যেকোন কাজ ভালভাবে করুন, এখানেই ব্যক্তির সাফল্য
  9. নিজস্ব বিশ্বাসকে আচরণ দ্বারা প্রকাশ করুন
  10. ব্যক্তিগত গুণাবলী দিয়ে অন্যের মনে ছাপ ফেলতে চেষ্টা করুন
  11. ভাবাবেগ নিয়ন্ত্রণে রাখুন
  12. অন্যের চোখে নিজেকে ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করুন
  13. অধিনস্থদের সামনে সাবলীল থাকার জন্য বিবেক সবসময় পরিচ্ছন্ন রাখুন
  14. তাৎক্ষণিকভাবে অধিনস্থ ব্যক্তিদের দোষ ধরা বন্ধ করুন
  15. অধিনস্থ ব্যক্তিদের ব্যক্তিগত সকল বিষয় গুরুত্বের সাথে মনে রাখুন
  16. প্রয়োজনে তাদের নামে ব্যক্তিগত ফাইল খুলুন
  17. অধিনস্থ ব্যক্তিদের সাথে সব সময় কাজের কথা বলা বন্ধ করুন
  18. সকলের প্রতি সমান আচরণ করুন: পক্ষপাতিত্ব বন্ধ করুন
  19. কাজের কথা বলার জন্য একটি উপযুক্ত সময় বেছে নিন
  20. ¯তা অশোভন রসিকতা, বেমানান শব্দাবলী, বাগাড়ম্বরপূর্ণ বিষয় আপনার কথা থেকে ছেঁটে ফেলুন
  21. হালকা, গুরুত্বহীন, šতসারশূন্য আলোচনায় অংশ নেওয়া বন্ধ করুন
  22. শ্রোতার চোখে চোখ রেখে কথা বলুন: অনুরোধ করুন, নির্দেশ দিন বা পরামর্শ দিন
  23. আপনার বক্তব্যকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করতে চাইলে অপ্রয়োজনীয়, অনাবশ্যক অতিরিক্ত আলাপ বন্ধ করুন
  24. তর্কে অপর ব্যক্তি নিজেকে ক্ষুদ্র ভাবতে শুরু করে, বন্ধুত্ব নষ্ট হয় তর্ক এড়িয়ে চলুন
  25. অন্যের পরামর্শ মতামত আহ্বান করুন সবসময়
  26. অন্যের কথা শুনতে কখনও ক্লান্ত হবেন না
  27. অন্যকে বলতে দিন, তাদের মুখ যাতে কখনও বন্ধ না হয় যত শুনবেন তত শিখবেন
  28. বাধা না দিয়ে তার কথার শেষ পর্যন্ত শুনে যান
  29. একের সামনে অন্যের সমালোচনা বন্ধ করুন
  30. অন্যকে চমৎকার মনোভাব নিয়ে থাকতে দিন শেষ মুহূর্ত পর্যন্ত
  31. আপনার কাছে অন্যকে সহজ, সুখী, নিরাপদ এবং বড় ভাবতে দিন
  32. আপ্রাণ চেষ্টা করে হলেও নিজেকে ভদ্রতা, উজ্জ্বল্য এবং খুশিতে ভরপুর রাখুন
  33. ভ্রু কুঁচকে কথা না বলে হাসিতে মুখ ভরে তুলুন
  34. আপনার সুখ আনন্দ অন্যের অন্তরে সঞ্চারিত করুন
  35. নিজের ব্যাপার ভুলে যান চেষ্টা করুন অপর ব্যক্তি হয়ে উঠতে
  36. অপর ব্যক্তিকে নিচে নামাবার চেষ্টা বন্ধ করুন
  37. কাউকে দিয়ে কাজ করাতে চাইলে তার šতরে সেরকম অনুভূতি জাগিয়ে তুলুন
  38. আপনার প্রতি তার ভাল ধারণা রাখতে দিন: নিরাপদ ভাবতে দিন
  39. সকল অবস্থায় সবসময় মানুষ দেখে খুশী হোন
  40. সবকিছুতেই আনন্দ পেতে চেষ্টা করুন
  41. সবসময় সতেজ-সজীব মন ধরে রাখুন
  42. বহুরূপীর মতো সব জায়গায় মানানসই হবার প্রতিভা অর্জন করুন
  43. মানুষের মূল্য এবং তাদের যোগ্যতাকে গুরুত্ব দিন
  44. মানুষের ভালগুণগুলোর প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ রাখুন, খারাপটিকে সম্পূর্ণ ভুলে যান
  45. আন্তরিকভাবে তাদের ভাল গুণের প্রশংসা করুন
  46. অন্যের দুর্বলতা নিয়ে রসিকতা বা গবেষণা বন্ধ করুন
  47. মানুষকে বুঝার চেষ্টার করুন, তাদের মনের অভ্যন্তরটা দেখার চেষ্টা করুন
  48. প্রত্যেকটি মানুষ এক-একটি জীবন্ত বই জ্ঞান অভিজ্ঞতা অর্জন এবং মানুষকে বুঝতে চাইলে তাদের প্রতি আগ্রহ বাড়ান
  49. ভুলে যান ঝগড়ার কথা
  50. আপনার নিজের স্বার্থেই অন্যের অপরাধ ক্ষমা করে দিন: নিজেকে মহৎ মনে হবে, সপ্রতীপ হতে পারবেন আলোচনায়
  51. মানুষ যা চায়, তার সবটুকু সে পায় না: এই চিরসত্য কথাটি সবসময় মেনে নিয়ে কাজ করুন
  52. অভ্যাসকে আপনি শাসন করুন অভ্যাস সবসময় পরিবর্তন করা যায়
  53. অভ্যাস সফলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান: কুঅভ্যাস ত্যাগ এবং সুঅভ্যাস গড়ে তোলা- হলো সফলতার পূর্বশর্ত--একথা বিশ্বাস করুন
  54. যেসব অভ্যাস মোটেই পছন্দ নয়, সেসব নোংরা অভ্যাস জোর করে ছেঁটে ফেলুন
  55. বিশ্বাস করুন যে, কুঅভ্যাসটি ত্যাগ করে আপনি অত্যš ভাল কাজ করেছেন প্রতিজ্ঞা করুন তা যাতে আর কোনভাবে ফিরে না আসে
  56. অন্যকে একথা বলতে বাধ্য করুন: “অদ্ভুত ব্যাপার! এলোকটিকে আমি পছন্দ না করে পারছি না
  57. মানুষকে চট করে বন্ধু করেন নিন--সত্যিকার চিরকালীন বন্ধু: আপনাকে সাহায্য করার জন্য, আপনার সেবা করার জন্য
  58. তাদেরকে নিজের দুর্বলতার কথা বলুন: সাহায্য চান, নিজেকে অনুকম্পার পাত্র করে তুলুন
  59. পৃথিবীতে এমন কোন দরজা নেই, যা বন্ধুর পক্ষে উন্মুক্ত করা অসম্ভব--একথা বিশ্বাস করুন
  60. সারা পৃথিবী আপনার বিরুদ্ধে থাকলে, আপনার পক্ষে বেশিদূর এগোনো মোটে সম্ভব নয়--একথা মনে রাখুন
  61. সকলে যাতে আপনাকে পছন্দ করতে পারে, তার সকল ব্যবস্থা করুন
  62. নিজের পছন্দমত কাজ করে কখনও বিব্রতবোধ করবেন না--স্বাভাবিকভাবে এবং সাহস নিয়েই করুন 
  63. আপনার সহজাত প্রবৃত্তিকে সফলতা অর্জনের কাজে ব্যবহার করুন--কৃত্তিমতা ত্যাগ করুন
  64. ব্যক্তিত্ব হলো, সকল পরিস্থিতিতে নিজের মতো চলতে পারার নিপূণ কলাকৌশল--একথা বিশ্বাস করুন

`করুন, বিশ্বাস করুন, তুলুন’ ইত্যাদি নির্দেশ নিজের প্রতি নিজের। ছায়াপথিক আমাকে আমি ‘আপনি’ বলে সম্বোধন করছি।

No comments:

Post a Comment