Friday, November 9, 2012

নিরাকার কারিগরের নিঃশব্দ ডাক


দিগন্তজুড়া মাঠ আর আদিম অরণ্য
শ্বেতচূড়ার পর্বত আর উপত্যকা অনন্য
পুষ্পময় তৃণভূমি তরঙ্গময় সমুদ্র
উড্ডয়নশীল ছাতক উল্লম্ব ঝরণাধারা -

স্তম্ভিত করে থামিয়ে দেয়
দৈনন্দিন জীবনের আবেশ থেকে
নামিয়ে দেয় এক
নিমগ্ন ধ্যানের গুপ্ত গুহায়

সৃষ্টির বিস্ময় নিরাকার কারিগরের দিকে
দৃষ্টি নিয়ে যায়
প্রকৃতির মায়াবী মোহনীয়তায় প্রকৃত গন্তব্যের
ডাক পাওয়া যায়

No comments:

Post a Comment