Tuesday, November 6, 2012

ইটখোলা-বাহিত আগর-সুভাষ




সম্মোহিতের মতো খুঁজি আমি দিনের তারাকে
বুঝি না রোজই কেন স্বপ্নভঙ্গ হয়
ভালো লাগায় হতাশা আর বিষাদকে মনে হয়
পরম আরাধ্য, চরম পুলকময়।

থাকো তুমি সাথে, প্রভাতে বা রাতে
তুমি আমার আর কিছু চাই না তাতে
তুমি আছো এ বিশ্বাসে শক্তি আসে নিঃশ্বাসে
সাগর সমুদ্র পর্বত প্রণালী মাড়িয়ে যাই হাত রেখে হাতে।

ভালো লাগে বৃষ্টি-বিধৌত শরতের বাতাস
কাশবনে-ঢাকা মেঘলা আকাশ
তোমার সামনে ইটখোলা-বাহিত বাতাসও
যেন ছড়ায় আগর-সুভাষ।

No comments:

Post a Comment